রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্যকোটা পুন:বহালের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছে কর্মকর্তা-কর্মচারীরা৷ বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রাখা হয়। এসময় তারা ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে।
অফিসার সমিতির সভাপতি জানান, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের আবেদনের যোগ্যতা থাকলেই পোষ্যকোটার মাধ্যমে ভর্তি নিতে হবে। আগামীকালও কর্মবিরতি অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, আন্দোলন চললেই প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন যোগাযোগ করা হয় নি। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
এর আগেও গত সপ্তাহে কর্মবিরতি পালন করে কর্মবিরতি পালন করে কর্মকর্তা-কর্মচারীরা।
বায়ান্ন/এসএ