ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

রামগঞ্জে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষ-আহত ২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ০৭:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

 



লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বিএনপির ১০ দফা কর্মসূচি মিছিলে আওয়ামী লীগের বাধা ও দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন।

আহত'দের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শনিবার (০৮ এপ্রিল) বিকেলে শহরের) সোনাপুর, সাতারপাড়া এলাকায় প্রায় ১ ঘণ্টাব্যাপী ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটে।

ঘটনার সময় মারধর ও ইটের আঘাতে আবদুর রহমান, কবির ভাট, আবদুর রহমান মিলন,শেখ কামরুল, নজরুল ইসলাম পিন্টুসহ ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হন বলে বিএনপি নেতৃবৃন্দ জানান

এছাড়াও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬/৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এবং উভয়পক্ষের সংর্ঘষে ১০টি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

অপরদিকে উপজেলা ছাত্রলীগের মধ্যে শেখ রাসেল,মিরাজ, ফরিদসহ ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা ড. মামুন আহম্মেদ ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ইমাম হোসেন জানান,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা দাবিতে রামগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সাতারপাড়া এলাকা থেকে বাইপাস সড়কে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্য নেতাকর্মীরা বের হয়। কিন্তু আগে থেকে সাতারপাড়া চৌরাস্তায় অবস্থান করে পুলিশের সহযোগিতায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর বৃষ্টির মতো ইটপাটকেল ও কাঁচের বোতল নিক্ষেপ করে। এসময় বাধ্য হয়ে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা প্রতিরোধ গড়লে পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।

এবিষয়ে উপজেলা যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সুমন ও রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিউল জামান অপু মাল জানান, আমাদের পূর্ব নির্ধারিত শান্তি সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় এতে ছাত্রলীগ, যুবলীগের কয়েকজন নেতা আহত হয়। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, যা আওয়ামীলীগের সকল সংগঠনের নেতাকর্মীরা কোন অবস্থাতেই মেনে নিবে না।


রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি,তিনি আরো বলেন এবিষয়ে এখানো কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।