শেখ হাসিনার পদত্যাগপত্র আমার কাছে নেই, নেই পদত্যাগের দালিলিক প্রমাণ- এই কথা বলে বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগ দাবিতে মঙ্গলবার তুমুল বিক্ষোভ হয়েছে বঙ্গভবনের সামনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষনেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম বলেছেন, বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে সরানো হবে।
বুধবার সকালে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তার প্রেস সচিব শফিকুর আলম করেছেন, রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাষ্ট্রপতি তার পদে থাকবেন কি থাকবেন না এটি সাংবিধানিক প্রশ্ন নয় রাজনৈতিক সিদ্ধান্ত। অংশীজনদের সঙ্গে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
নাহিদ বলেন, জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। তাই যৌক্তিক সিদ্ধান্ত আসতে সময় লাগছে। বঙ্গভবনের সামনে বিক্ষোভ না করারও পরামর্শ দেন তিনি।
বায়ান্ন/সালেহ্