ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাষ্ট্রপতির পদত্যাগে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিলো ছাত্র-জনতা

এম এম লিংকন | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ০৫:৪০:০০ অপরাহ্ন | জাতীয়

২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বঙ্গভবনের সামনে এক কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর অভিযোগ তুলে আন্দোলনকারীরা বলেন, আমরা চাই না তিনি রাষ্ট্রপতি পদে থাকুন। তাই আমরা তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করেন তাহলে আমরা জানি তাকে কীভাবে পথ থেকে সরাতে হয়। ২৪ ঘণ্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তুলব।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণায় কিছু ছাত্র-জনতা বিক্ষোভ করছে।  এই পরিস্থিতি দেখে সংশ্লিষ্ট এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি, জলকামান।

সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রপতি জানান, আমি শুনেছি উনি ( শেখ হাসিনা) পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। রাষ্ট্রপতি বলেন, (পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়ত সময় পাননি।

রাষ্ট্রপতির এমন বক্তব্যে নতুন করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শেখ হাসিনা সরকার পতনে নেতৃত্বদানকারী ছাত্র-জনতা।

বায়ান্ন/একে