ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

রাস্তা খুঁড়ে ড্রেজার পাইপ বসিয়ে বছর ভরে ব্যাবসা

জাবেদ শেখ; শরীয়তপুর : | প্রকাশের সময় : সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

শরীয়তপুর বিনোদপুরে ড্রেজার দিয়ে বছরের পর বছর নদীর মাটি কেটে বিক্রি করে যাচ্ছেন পান্নু সরদার ও রানা আকন। এই ড্রেজার মলিকরা রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে তখনো ব্যাবসা করতো, এখনো করছে। এতে করে ঘর-বাড়ি রাস্তা-ঘাট রয়েছে হুমকির মুখে। ব্যবস্থা নেয়ার কেউ নাই। 

স্থানীয়দের এমন অভিযোগে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিনোদপুর ৬ নং ওয়ার্ড মান্নান সরদারের বাড়ির পাশে বিনোদপুর-আংগারিয়া যাতায়তের সড়ক কেঁটে ড্রেজার পাইপ বসিয়েছে। রাস্তার পাশেই নদী সেখানে ড্রেজার/বালু কাঁটার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। বালু ভরাট এক শ্রমিক বলেন, ড্রেজার মেশিনের দায়িত্বে আছে ৮নং ওয়ার্ডের অনিক মুন্সি। অনিক মুন্সির কাছে ফোন করে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন,ড্রেজার আমার না, ড্রেজারের মালিক রানা আকন। তিনি জানান, ড্রেজার দিয়ে বালু কাঁটার কোন অনুমতি নাই। স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেজার ব্যাবসায়ি পান্নু সরদার এর বাড়ির লোকই রানা আকন। মূলত পান্নু সরদারকে কয়েক বার প্রশাসন ভ্রামমান আদালত ও কড়াঁ হুশিয়ারি দেয়ায় অন্য মানুষের মাধ্যমে ড্রেজার ব্যবসা চালিয়ে যাচ্ছে। অনিক,রানা মূলত পান্নু সরদারই লোক।  

এবিষয়ে বিনোদপুর ভূমি অফিসে গিয়ে দেখা যায়, অফিসে সেবা প্রার্থী এসে বসে আছে কিন্তু তহসিলদার আবুল হাসেম এখনো অফিসে আসেন নাই। অফিসের পিয়ন জানান, স্যারের বাড়ি নাগেরপাড়া। সেখান থেকে এসে অফিস করে। এখনো এসে পৌঁছে নাই। পরে তহশিলদার এর নাম্বারে কয়েক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করে নাই। 

বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনউদ্দীনকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি এসিল্যান্ডকে জানিয়েছি। তিনি ব্যবস্থা নিবেন।