লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার বিকালে দেনায়েতপুর গ্রামে নিম্ন আয়ের প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ৩নং ওয়াড বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল আলম নাজু, বিএনপি নেতা আবুল খায়ের, পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন সাথী, পৌর ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো : জাবেদ, পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাকির, পৌর ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: মাসুদ আলম ও পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আহামেদ সুজনসহ বিএনপি'র বিভিন্ন নেতাকর্মীরা।
এ সময় বিএনপি নেতারা বলেন, "আমাদের এ কার্যক্রম মানবিক সহায়তার অংশ। দেশের যে কোনো সংকটে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি।"শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
বায়ান্ন/এসএ