ঢাকা, শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

রায়পুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাসাবাড়ি গরুর বাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রায়পুর ইউনিয়ন জামায়াতের মাস্টার ইদ্রিস মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, জেলা সেক্রেটারী মাওলানা ফারুক হোসেন নুরনবী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা নাছির উদ্দিন মাহমুদ, উপজেলা আমীর মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল, সহকারী সেক্রেটারি আবুল কাসেম, উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা হারুনরন রশিদ, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদ মোরশেদসহ জামায়াত-শিবির ও যুব বিভাগের দুই সহস্রাধিক নেতাকর্মী। 

শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সম্মেলনে বক্তারা ইসলামী আদর্শ অনুযায়ী সমাজ গঠনের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। 

তারা বলেন, সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে সমাজের উন্নয়ন এবং মানবকল্যাণে ভূমিকা রাখা সম্ভব।