ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২১শে মাঘ ১৪৩১

রায়পুরে তিনদিন ব্যাপী তারুণ্যের উৎসবের উদ্বোধন

এম আর সুমন, রায়পুর | প্রকাশের সময় : বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ ০৪:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।  

বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ ভবন প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে ১২টি স্টলে উদ্যোক্তারা নানান নকশার ঐতিহ্যবাহী পিঠার পসরা সাজিয়ে বসেছেন। প্রথম দিনেই বাঙালির ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলা মুখরোচক পিঠা উৎসবে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খান।  

এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানার তদন্ত (ওসি) শাহিদ। যুব উন্নয়ন কর্মকর্তা পান্না আক্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর এম ও মামুনুর রশীদ পলাশ। উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষকা আমেনা বেগম প্রমুখ। পরে তারা স্টলগুলো পরিদর্শন করেন।

স্টলগুলোতে স্থান পাওয়া পিঠাগুলোর মধ্যে রয়েছে, ভাপা, চিতই, দুধচিতই, ছিট, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি নকশি, মালাই, মালপোয়া, পাকন ও ঝাল ইত্যাদি।

উদ্যোক্তারা জানায়, বাঙালির ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠাকে নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দিতে মেলায় অংশ নিয়েছেন তারা। এ ছাড়া পিঠা তৈরির মাধ্যমে নারীদের হাতের কাজের কারুকার্য, নান্দনিকতা ও সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। পিঠা প্রেমীরা বলছেন, চমৎকার এ আয়োজনে এসে বেশ আনন্দিত তারা।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান বলেন, ‘৩ দিন আমাদের পিঠা উৎসব চলবে। এ উৎসবে বিভিন্ন সংস্থা পিঠার পসরা সাজিয়ে বসেছে। আমাদের ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম দিক হচ্ছে চিরায়িত পিঠা উৎসব।'

বায়ান্ন/প্রতিনিধি/একে