ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

রায়পুরে শিক্ষা সফরে যেয়ে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

মু.ওয়াহিদুর রহমান মুরাদ,করেসপন্ডেন্ট | প্রকাশের সময় : বুধবার ২২ ফেব্রুয়ারী ২০২৩ ০৯:৫৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

চর ইন্দুরিয়া মেঘনা বাজার হাজী আবদুল আউয়াল কওমি মাদ্রাসার ছাত্র মোঃ তামিম হোসেনের মরদেহ উদ্ধার করেছে কোষ্টগার্ড হাইমচর স্টেশন।
 
 চর ইন্দুরিয়ার সর্দার বাড়ির মোঃ রতন সর্দার এর ছেলে তামিম (৭) স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষা সফরে যায় গতকাল ২১ই ফেব্রুয়ারী , আলতাফ মাস্টারের ঘাট থেকে নদীর মধ্যেখানে আজগর সর্দারের চরে ঘুরতে যায়। তামিম আনুমানিক বিকেল ৩.০০ টা থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরেও না পেয়ে সবাই বাড়ি ফিরে যান ।
 
পরে শিক্ষার্থীর পিতা রতন সর্দার স্থানীয় পুলিশ ও কোষ্টগার্ডকে মাদরাসার কতৃপক্ষকে নিয়ে উদ্ধার অভিযান চালালেও খুজে পায়নি। তবে আজ ২২ই ফেব্রুয়ারী দুপুর ১টায় কাটাখালি নদীতে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায়।
 
কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এসআই সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে ৪সদস্যের টিম শিশু শিক্ষার্থী হেফজু বিভাগের তামিম (৭) কে উদ্ধার করে পরিবারকে বুজিয়ে দেয়।
 
এই বিষয়ে যোগাযোগ করা হলে নিহত শিশুর পিতা রতন সর্দার বলেন , সন্তানকে আমার শিক্ষা সফরে যেতে দেয়া ভুল ছিলো। এই বিষয়ে আমরা কোন আইনি পদক্ষেপ নিবোনা।