ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রেকর্ড ডেঙ্গু রোগী হাসপাতালে

নুর ইসলাম নাহিদ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ অক্টোবর ২০২২ ০৬:৫৬:০০ অপরাহ্ন | জাতীয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটিই একদিনে সর্বোচ্চ।

 

 

 

এর আগে, ১ অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ ৬৩৫ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল।

 

 

 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

 

এতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন এবং ঢাকার বাইরের ২২০ জন। দেশে বর্তমানে ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি।

 

 

 

চলতি বছর এখন পর্যন্ত ১৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৮৭ জন। মারা গেছেন ৬৩ জন।

 

 

 

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।