ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

রৌমারীতে মানসিক ভারসাম্যহীন নারীকে কুপিয়ে হত্যা

শৌখিন মিয়া, রৌমারী ও চর রাজিবপুর : | প্রকাশের সময় : শনিবার ১৫ জুলাই ২০২৩ ০৪:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের রাস্তার পাশ থেকে এক মানসিক ভারসাম্যহীন পাগলীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
 
এলাকাবাসী জানায়, শনিবার সকালে উপজেলার শৌলমারী গ্রামে রাস্তার পাশের ক্ষেতে অজিমা নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নিহত অজিমা রৌমারী উপজেলা শৌলমারী ইউনিয়নের শৌলমারী গ্রামের মৃত রজব আলীর মেয়ে।
 
পুলিশ জানায়, রাতে ওই নারীকে কে বা কাহারা হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এ হত্যাকাণ্ডের মূল কারণ।
 
স্থানীয়দের ধারণা ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রৌমারী থানা পুলিশ।
 
রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।