লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার এলাকায় ফার্মেসী দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দোকানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ অভিযান চালান। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর সহযোগিতা করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, স্যাম্পল বিক্রি ও মজুত, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রি করার অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ অনুযায়ী তিন জনের ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।