লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক সাবেক শিবির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ফরাজী সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের শিবিরের সাবেক সভাপতি ছিলেন ও ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ। তিনি বলেন, সাবেক শিবির নেতা ফয়সাল ফরাজী অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ইসলামের জন্য নিবেদিত একজন কর্মী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে জেলা জামায়াত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশে মোটরসাইকেল যোগে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের
সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ