লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮ টি ইটভাটায় ১২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওইসব ভাটার চুল্লি বিনষ্ট করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, চলমান উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে গত ১, ৫ ও ৬ জানুয়ারি উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অংশগ্রহণে রামগতি ও কমলনগর উপজেলার ৮টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশের জন্য হুমকিস্বরূপ ইটভাটা সমূহের ৮টি চুল্লি বিনষ্ট করা হয়। সেখানে সর্বমোট ১২ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়।
তিনি আরও জানান, গত ১ জানুয়ারি নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মেজবাহীজুলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে রামগতি উপজেলায় মিরাজ এন্ড আসিফ ব্রিকস এবং রাকিব ব্রিকস নামীয় দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
গত ৫ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নেতৃত্বে মেসার্স এস কে বি করিম, কাউসার, সাইফুল, সান্ডার ব্রিকস, মেসার্স আদর্শ ব্রিকস, ও মেসার্স আলী ব্রিকস নামীয় তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া গত ৬ জানুয়ারি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও করুনানগর এলাকায় তিনটি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয় লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার গত ২৯ ডিসেম্বর পুরো জেলার অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের উদ্বোধন করেন। ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।