ঢাকা, সোমবার ৬ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরের বেলাল সভাপতি পদে বিজয়ী বিআরডিবির কেন্দ্রীয় নির্বাহী পরিষদে।

মোঃওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর। | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ ১০:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

 

 
 ১২ নভেম্বর শনিবার ইন্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, রমনা ঢাকায় অনুষ্ঠিত বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন -২০২২ অনুষ্ঠিত হয়।  নির্বাচনে বিআরডিবি সদর দপ্তরে কর্মরত উপপরিচালক মোঃ বেলাল হোসেন বিপুল ভোটে সভাপতি  নির্বাচিত হয়েছেন।
 
 বেলাল হোসেন এর প্রাপ্ত ভোট ৫৯৫ তার নিকটতম প্রতিদন্ধী  মোঃ শহীদুল ইসলাম এর প্রাপ্ত ভোট  ৪৪৬। বিআরডিবির সারা বাংলাদেশের ১০৪৮ জন কর্মকর্তা  এ দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০০৪ সালে বিআরডিবিতে কর্মজীবন শুরু করা  মোঃ বেলাল হোসেন এর গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলাধীন রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামে। 
 
বিআরডিবি অফিসার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির  বর্তমান অর্থ সম্পাদক ও লক্ষ্মীপুর জেলার  রায়পুর উপজেলার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ আবদুস সাত্তার জানান,  আমরা আশা করি মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে নব নির্বাচিত কমিটি বিআরডিবির কর্মকর্তাদের কল্যানে কাজ করে যাবেন। উল্লেখ্য উক্ত নির্বাচনে সভাপতি মহা-সচিব সহ মোট ২১ জন নির্বাচিত হয়েছেন।