ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবসে শান্তিগঞ্জে শহীদ তালেব উদ্দিন ও শহীদ কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ,সুনামগঞ্জ: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ ডিসেম্বর ২০২১ ০৩:২৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার শান্তিকামনায় বিশেষ মোনাজাত করা হয়। 
 
মঙ্গলবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের উপজেলা প্রশানের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান’র নেতৃত্বে ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদের নেতৃত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ও কৃপেন্দ্র দাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা স্যানেটারী অফিসার শহীদুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান, ডেপুটি কমান্ডার রাধা কান্ত দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, জয়কলস উজানীগাঁও  রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচিন্দ্র চন্দ্র সরকার, উজানীগাঁও  সরকারী প্রাথিমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, শান্তিগিঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা মুক্তিযুদ্ধ গভেষক ও তথ্য সংগ্রাহক সাংবাদিক সোহেল তালুকদার, ডিএসবি এসআই জিয়াউর রহমান সহ প্রমূখ। পরে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।