বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা বলেন, "নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর আমরা সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ নিয়েছি। সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জিসাসের ইতিবাচক ভূমিকা রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
তিনি আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশের সংস্কৃতি বিশেষ করে মিডিয়া ও চলচ্চিত্র শিল্পে চরম ধস নেমেছে। এই অবস্থার পরিবর্তনে আমরা সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে কাজ করে যাব।"
নতুন কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট অভিনেত্রী রিনা খান বলেন, "গত ১৭ বছর ধরে সরকারের নিপীড়নের কারণে আমরা কার্যত সাংস্কৃতিক অঙ্গনে তেমন কিছুই করতে পারিনি। এমনকি সমাধি প্রাঙ্গণেও আসা কঠিন হয়ে পড়েছিল।"
তিনি আরও বলেন, "এবার আমরা জেলায় জেলায় সাংগঠনিক কার্যক্রম ছড়িয়ে দেব। দেশের শিল্পীদের নিয়ে নতুন ও ভালো কাজ করব এবং পেছনের সব নেতিবাচক প্রভাব মুছে ফেলে সংস্কৃতির জগতে নতুন দিগন্ত উন্মোচন করব।"
শ্রদ্ধা নিবেদনের সময় জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং বিভিন্ন জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর (রোববার) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জিসাসের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি দায়িত্ব নিয়েই সংস্কৃতি অঙ্গনে কার্যক্রম শুরু করেছে।
জিসাসের নেতৃবৃন্দ তাদের কাজের মাধ্যমে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন, যা জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নিতে সহায়ক হবে।
বায়ান্ন/আরএইচ/পিএইচ