শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন পরিষদের আয়োজনে অমর ২১ শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে ইউনিয়নের ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন, ছড়া কবিতা,নৃত্য,গান ও বক্তৃতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকাল ৩ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের উদ্যোক্তা মুশিউর রহমান রাজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মিতালী বেগম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম রেজা,হলদারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন,ইউপি সদস্য ললিত মোহন দাশ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ,সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক । এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুরুজ আলী,মাসুক আলী,কুটি মিয়া চৌ:,সুমন আহমদ,মোঃ সুয়েল আহমদ,মোঃ শাহজাহান মিয়া,মোঃ গোলাম কিবরিয়া,আবুল হাসান,সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম বেগম,লুবা রানী দাশ,সুহেনা বেগম সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মাঝে ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার পক্ষ থেকে বিজয়ী ১৫ জনকে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীকে শান্তনা পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এ সময় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বেসিক কম্পিউটার কোর্স সম্পন্নকারী ২০ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।