পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার কল্যাণে নিরলসভাবে কাজ করছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মদের বেশী করে জানাতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলার সূর্য্য সন্তানেরা নিজের জীবন ও পরিবারের মায়া ত্যাগ করে স্বাধীনতার যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের জন্য বীর মুক্তিযোদ্ধাদের চিরদিন অম্লান হয়ে থাকবে। তিনি বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের বাদুল্লাপুর গ্রামে অসচ্ছল মুক্তিযোদ্ধা সুনুর আলীর বসত ভিটায় প্রধানমন্ত্রীর উপহার ১৪ লক্ষ ১০ হাজার টাকা ব্যয়ে ‘বীর নিবাস’ নামের পাকা বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোঃ আনোয়ার উজ জামানের সভপতিত্বে, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন, উপজেলা প্রকৌশল আল নুর তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সাইদুর রহমান, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান রফিক খান, পূর্ব পাগলা ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক,বীর মুক্তিযোদ্ধা মসদ আলী, সুনুর আলী প্রমুখ। উদ্বোধনের পর দেশবাসীর জন্য শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ছমির উদ্দিন সালেহ। উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলার ০৮টি ইউনিয়নে অস্বচ্ছল ১২ জন বীরমুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাস নির্মাণ প্রকল্পের আওতায় এই পাঁকা বীর নিবাস (বাড়ি) পাচ্ছেন। প্রতিটি বীর নিবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ১৪ লক্ষ টাকা।