ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

শান্তিগঞ্জে রাজঘরি বিলে জলজ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : সোমবার ৬ মার্চ ২০২৩ ১০:৫৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 
 
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কুমরিয়াল ও তেওইক্কার মধ্যবর্তী রাজঘরি বিলে জলজ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার(৬ মার্চ) দুপুরে উপজেলার রাজঘরি বিলে হিজল-করচ প্রজাতির বৃক্ষরোপণ হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) এলজিইডির আয়োজনে দুই হাজার হিজল-করচ বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার।  এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমদ, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, সুনামগঞ্জ হিলিপ এলজিইডি'র সিআরএমসি মো. হারুন অর রশীদ, শান্তিগঞ্জ উপজেলা হিলিপ এলজিইডি'র এসও মিজানুর রহমান, এসও মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) অফিসের মো. সজল মিয়া, ইজারাদার মো. নুর আলম, মানিক মিয়া, আব্দুল হাই, মজিদ মিয়া, সফর আলী, আব্দুল মজিদ, সামছুল ইসলাম, হোসেন মিয়া, আব্দুল বারিক, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক সহ প্রমুখ।