আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাদাত মান্নান অভির পক্ষে গণসংযোগ করেছেন নেতা কর্মীরা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়ুমপুর গ্রামের ফুটবল খেলার মাঠে, বাংলা বাজার ও মৌগাও গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে গণসংযোগ করেছেন তারা।
এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ভার্চুয়াল ভাবে এলাকার মানুষের সাথেও কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, এম এ মান্নান এমপির সাবেক রাজনৈতিক সচিব ইকবাল হোসেন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দরগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট নুর আলম।
উল্লেখ্য, বিশিষ্ট অর্থনীতিবিদ সাদাত মান্নান অভি যুক্তরাজ্যের ব্যার্কলেইজ ব্যাংকের সাবেক এমডি। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির পুত্র।