ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

শান্তিগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ২৭ মার্চ ২০২৪ ০৭:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মার্চ) দুপুর ১২টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে, মতবিনিময় সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা খন্দকার সোহাইল আহমদ, পাথারিয়া ইউপি চেয়ায়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাইজুল, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম খান,

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নেহার রাণী চৌধুরী, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ রফিকুল ইসলাম, উজানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যয়ের প্রধান শিক্ষক সমর চক্রবর্তী, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ইউপি সদস্য ললিত মোহন দাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, এনজিও ইসলামী রিলিফের অফিসার আব্দুল হামিদ, মাষ্টার জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষকগণ, মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কলেজের প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ।