যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের হাত ধরেই বাংলাদেশ একদিন স্মার্ট বাংলাদেশ হবে। তিনি বলেন, স্মার্ট মানুষ না হলে স্মার্ট রাস্ট্র গঠন অসম্ভব। স্মার্ট শক্তির উত্থান ঘটাতে হবে তৃণমূল থেকে। প্রধানমন্ত্রীর এই আহবান বাস্তবায়নের মূল কারিগর তেজোদীপ্ত যুবসমাজ। তিনি বলেন, তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে এক সময় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের হাতধরেই বিশ্বসভায় সগৌরবে স্থান করে নিয়েছে ডিজিটাল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী স্মার্ট রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নিয়োজিত করার সুযোগ প্রদান করেন, তবে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে দেশের প্রথম স্মার্ট আসন হিসেবে গড়ে তোলার আশা করছি। যার প্রথম গৌরবের অংশীদার হবেন আমার সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনসাধারণ।
মঙ্গলবার (২৮ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে স্থানীয় যুব সমাজ আয়োজিত 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা 'শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মোশারফ হোসেনের জামিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুবলীগ নেতা শায়েক মিয়া, জাকেরিন তালুকদার, শ্রমিক লীগ নেতা আলম মিয়া, যুবলীগ নেতা রাজন আহমেদ, সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা সৌরভ তালুকদার প্রমুখ।