ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

শান্তিগঞ্জে ৬ দফা দিবস পালিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : বুধবার ৮ জুন ২০২২ ০২:৪৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৭ই জুন বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জুন) বিকালে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রীর একান্ত ব্যক্তিগত রাজনৈতিক কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাসনাত হোসেন।

 

   সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সুনামগঞ্জ সদর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছমিরুল ইসলাম শান্তু, আওয়ামীলীগ নেতা নিজাম উদ্দিন, জবর আলী, ছমক আলী, শমসের আলী, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক জালাল মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জুবেল আহমদ, যুবলীগ নেতা মাহবুব রুবেল ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।