গণতন্ত্রী পার্টি সিলেট জেলার সভাপতি মোঃ আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, মহানগর কমিটির আহবায়ক মোঃ মাছুম আহমদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাশ, প্রভাষক আখলাকুল আসপিয়া, সদস্য সচিব শ্যামল কাপালী এক যুক্ত বিবৃতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করে বলেন, শাবির ছাত্রী হলের শিক্ষার্থীরা তাদের হলের আভ্যন্তরীণ কতিপয় সমস্যার কথা জানালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রীদের সেই সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে ছাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।
ছাত্রীরা এর প্রতিবাদে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে কতিপয় সন্ত্রাসী ব্যবহার করে হামলা চালিয়ে শান্তিপূর্ণ আন্দোলন দমনের চেষ্টা চালায়। সর্বশেষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে শিক্ষার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।
শাবি কর্তৃপক্ষের এই আচরণ অত্যান্ত ন্যাক্কারজনক এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ঘৃণ্যতম ঘটনা। গণতন্ত্রীপার্টি সিলেট জেলা ও মহানগর শাখা শাবিপ্রবির প্রশাসনের এই ঘৃণ্যতম ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সহমর্মিতা প্রকাশ করছে। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিয়ে শাবিপ্রবির বর্তমান অচলাবস্থা নিরসন করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।