ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

শাবিতে অনশনরত শিক্ষার্থীদের পাশে মহানগর বিএনপি

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৮:৩৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন সিলেট মহানগর বিএনপির নেতারা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির ক্যাম্পাসে যান। এসময় ক্যাম্পাসে আমরণ অনশন করা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা।

 

 

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, বিবেকের তাড়নায় আমরা শিক্ষার্থীদের পাশে এসেছি। আমরা আশা করেছিলাম দ্রুত এই ঘটনায় সমাধান হবে। অনশনের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। যত সময় যাচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে। অথচ শিক্ষার্থীদের দাবি সমাধান যোগ্য ছিল। এখনও সময় রয়েছে এই সমস্যা সমাধানের। এভাবে একটি প্রতিষ্ঠান ধ্বংস হতে পারেনা।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, যুগ্ম আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু।