ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

শাবিতে রঙতুলির আঁচড়ে উপাচার্যবিরোধী স্লোগান

শাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৬:১৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হলের প্রভোস্টের ‘অসদাচারণের’ প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন উপাচার্যবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। কিছুসংখ্যক শিক্ষার্থী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছেন, অনশনে বসেছেন। বিভিন্ন পন্থায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

 

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে উপাচার্যবিরোধী স্লোগান লিখেছেন আন্দোলনকারীরা। রঙতুলির আঁচড়ে স্লোগানগুলো ফুটিয়ে তোলা হয়েছে রোববার রাতের কোনো এক সময়ে।

 

শাবির গোলচত্বর শিক্ষার্থীদের অন্যতম আড্ডাস্থল। প্রতিদিন শিক্ষার্থীরা এখানে জমিয়ে আড্ডা দেন। বিভিন্ন দাবিদাওয়া আদায়ে এখানে এসে জড়ো হন শিক্ষার্থীরা। এই গোলচত্বরে অর্ধেক অংশজুড়ে বিভিন্ন স্লোগান লিখা হয়েছে।

 

স্লোগানগুলোর মধ্যে রয়েছে ‘যেই ভিসি মিথ্যা বলে, সেই ভিসি চাই না’ ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’ ‘পতন পতন পতন চাই, স্বৈরাচারের পতন চাই’ ‘স্বৈরাচার নিপাত যাক, শাবিপ্রবি মুক্তি পাক’ প্রভৃতি। এসব স্লোগানের সাথে হ্যাশট্যাগ হিসেবে ‘#savesust’ লিখা হয়েছে।

 

আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন জানান, উপাচার্যের পদত্যাগের যে দাবি, তা আরও বেগবান করতে এসব স্লোগান লেখা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা নিজেরাই এসব স্লোগান রঙতুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন।