পবিত্র রমজান উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪মার্চ) সিলেটের একটি অভিজাত হোটেলে এ কর্মসূচির আয়োজন করেন সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সেলিম মোহাম্মদ আব্দুল কাদির, হিসাব পরিচালক সোহেল উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাবিদ্যালয় পরিদর্শক তাজিম উদ্দিন, উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী, সুফিয়ান চৌধুরী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক পারভেছ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা সাহাদাত হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম, রাসেন্দ্র চন্দ্র দাস, সহকারী ইঞ্জিনিয়ার জয়নাল আহমদ চৌধুরী প্রমুখ।