ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

শার্শায় মারপিটের নালিশ করতে গিয়ে ছুরিকাহত ৫

বেনাপোল প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৬ জানুয়ারী ২০২২ ০৫:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়ায় ২ ভাইসহ ৫ জন ছুরিকাহত হয়েছেন। শনিবার এক প্রতিবেশীকে মারপিটের ঘটনায় ইউপি সদস্যের (মেম্বর) কাছে নালিশ করার সময় এ ছুরিকাহতের ঘটনা ঘটে।  আহতরা হলেন গোড়পাড়া গ্রামের আব্দুল হালিমের দুই ছেলে ইদ্রিস আলী (২৭), পিকুল হোসেন (২৪), আব্দুল আজিজের ছেলে বাবু (২০), আব্দুর রশিদের ছেলে রাব্বি হোসেন (১৯) ও আনিসুর রহমানের ছেলে ইউনুস আলী (২৩)। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর পিকুলকে খুলনায় রেফার্ড করেছেন চিকিৎসক। ইউনুস আলী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

আহত ইদ্রিস আলী জানান, নিজামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর খলিলুর রহমান ওরফে খলিলের ভাইপো আশিক শনিবার সকালে রিয়াজ নামে একজনকে মারপিট করে। ঘটনা জানতে পেরে রিয়াজের বড় ভাই বাবুসহ কয়েকজন দুপুরে মেম্বরের কাছে নালিশ করতে যায়। কথা কাটাকাটির একপর্যায়ে আশিক ও তার ভাই জাহাঙ্গীর ক্ষুব্ধ হয়। তাদের নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৫ জনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।  

এলাকাবাসী জানায়, ইউপি সদস্য (মেম্বার) খলিলুর রহমানের যোগসাজশে এই ঘটনা ঘটে। এর আগেও আশিকর নামে এমন হামলা মারপিটের অভিযোগ রয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. মোরসালিনুর রহমান জানান, আহতদের মধ্যে ৪ জনকে ভর্তি করে ওয়ার্ডে পাঠানো হয়। ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক পিকুল নামে একজনকে খুলনায় রেফার্ড করেছেন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিলো। পিকুলের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ঘটনার শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। এখনো থানায় অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।