বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালায় উদ্বোধনী পর্বে তিনি এ বিষয়ে বক্তব্য রাখেন।
শাবির এপিএ কমিটির আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমান সময়ে উদ্ভাবন যেমন দরকার, তেমনি সফট দক্ষতারও প্রয়োজন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন এই সফট দক্ষতা বৃদ্ধি করা। একই সঙ্গে প্রয়োজন ব্যাপক গবেষণা। এসব মাধ্যমকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। তাই আমাদের শিক্ষাকার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার দক্ষতাসহ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে সিলাবাস তৈরি করেছি।’ এতে শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারছে বলে জানান উপাচার্য।
কর্মশালায় ‘ই-গভার্ন্যান্স ও উদ্ভাবন’ কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এতে বিভিন্ন দপ্তরপ্রধান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।