ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

শিবচরে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শিবচর(মাদারীপুর)প্রতিনিধি | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ জুলাই ২০২৩ ১০:১০:০০ অপরাহ্ন | দেশের খবর
 
শিবচরে ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে সহযোগিতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে কৃষি সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো-সিএসআর প্রকল্প-২০২৩ এর আওতায় ভরসার নতুন জানালা কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়নে সহযোগিতামূলক কর্মশালার আয়োজন করে ইউসিবি ব্যাংক । কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে। এসময় ইউসিবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মো: মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মুহিবুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ খান প্রমূখ উপস্থিত ছিলেন।