ঢাকা, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

শেখ হাসিনা বাংলাদেশের সূর্য: ব্যারিস্টার ইমন

এমএ রহিম: | প্রকাশের সময় : শুক্রবার ২২ এপ্রিল ২০২২ ০২:২১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সূর্য। তিনি এদেশের মানুষকে আলোর পথ দেখাচ্ছেন। আলোর পথে অনেক এগিয়ে নিয়েছেন এদেশের মানুষকে। সূর্য যেভাবে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলো দিয়ে আলোকিত করে বিশ্বকে, ঠিক একইভাবে শেখ হাসিনা আলো দিয়ে আলোকিত রাখেন বাংলাদেশকে। তিনি বাংলাদেশের সূর্য। 

 

বৃহস্পতিবারে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় সভায় ব্যারিস্টার ইমন ওইসব কথা বলেন। 

 

শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর হোসেনের পরিচালনায় ইফতারপূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। 

 

ব্যারিস্টার ইমন বলেন, বন্যায় সুনামগঞ্জের হাজার হাজার কৃষকের ফসল বিনষ্ট হয়েছে। এসব কৃষকের হাহাকার থামিয়ে দিতে জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করছেন।  ইতোমধ্যে সুনামগঞ্জের কৃষকের মুখে হাসি ফোটাতে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জের প্রিয় নেতা পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ওই নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।