ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি ও খাদ্য সহায়তা বিতরণ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ৬ মার্চ ২০২৩ ১০:৫৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজার সদরের শেরপুরে ‘শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও অসচ্ছলদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। সোমবার (৬ মার্চ) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আজাদ বখত উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ৫টি বিদ্যালয় ও ২টি মাদ্রাসার ১শত শিক্ষার্থীদের মাঝে নগদ ২ হাজার টাকা করে বৃত্তি ও ৯ গরীব মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। অন্যদিকে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ২ শত অসচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, তেল, পেঁয়াজসহ ১১ কেজি ওজনের একটি প্যাকেট খাদ্য সহায়তা হিসেবে প্রদান করা হয়েছে।

ওয়েলফেয়ার ট্রস্টের সাবেক সভাপতি প্রভাষক জয়নাল আবেদীন বকুলের সভাপতিত্বে, আজাদ বখত উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান ও প্রতিষ্ঠানের শিক্ষানুরাগী সদস্য অলিউর রমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, আজাদ বখত উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক খালিদুর রহমান, শাহাব উদ্দিন আহমদ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ (ভিপি), আজাদ বখত উচ্চবিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, আজাদ বখত উচ্ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ট্রাস্টের সাবেক উপদেষ্টা মো. আব্দুল বাছিত, ট্রাস্টি অধ্যাপক ফেরদৌস আলম নৌসা, বিশিষ্ট সমাজ সেবক কমিউনিটি ব্যক্তিত্ব ও ট্রাস্টি সৈয়দ সাজিদ উদ্দিন কামরান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান বলেন, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট যে পদক্ষেপ নিয়েছে তা শিক্ষা বিস্তারে নজির স্থাপন করবে। এজন্য তিনি ট্রাস্ট'র সকল সদস্যকে ধন্যবাদ।

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের পদক্ষেপকে ধন্যবাদ জানিয়ে ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি বলেন, এই  পদক্ষেপ এলাকার শিক্ষা বিস্তারে ভূমিকা রাখবে। তবে গুণগত শিক্ষার মান উন্নয়নে এই ট্রাস্টি বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে পারে। তিনি বলেন, বৃহত্তর শেরপুর এলাকার ৫০ জন মেধাবী শিক্ষার্থী বাছাই করে তাদের শিক্ষা জীবন শেষ পর্যন্ত অর্থ সহায়তা দিয়ে এগিয়ে নিলে ভালো ফলাফল পাওয়া যাবে। এসব শিক্ষার্থীদের মধ্য থেকেই অনেকে এক সময় দেশ পরিচালনার দায়িত্ব পাবেন। প্রশাসনের উচ্চ শিখরে গিয়ে পুরো দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। এই ধরণের পরিকল্পনা হাতে নেয়ার জন্যে ট্রাস্টির সদস্যদের আহ্বান জানিয়েছেন ভিপি শামীম।

শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সৈয়দ সাজিদ উদ্দিন কামরান বলেছেন, আমরা যারা প্রবাসে বসবাস করি তারা সবসময় দেশ নিয়ে ভাবি। এই জন্যে প্রতিনিয়ত আমরা এলাকার জন্যে কিছু করার চেষ্টা করি। সেই ৃচেষ্টা থেকে আজকের এই আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আজাদ বখত উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সুজেল আহমেদ ও গীতা থেকে পাঠ করেন চিন্ময় দেবনাথ। শেষে অতিথিবৃন্দের মাঝে ক্রেস্ট প্রদান করেছেন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিগণ।