বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার ২০২৫ সেশনের সেটআপ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার বাজিতখিলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই দায়িত্বশীল সেটাপ অনুষ্ঠিত হয়।
নতুন বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান মাসুম। আর সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাশহারুল ইসলাম মিল্লাত।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া।
কেন্দ্রীয় ছাত্রশিবিরের শিল্প ও বাণিজ্য সম্পাদক আব্দুস সালামের পরিচালনায় ওইসময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা কর্ম পরিষদ সদস্য ডা.আনোয়ার হোসাইন, প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সেক্রেটারি রেজাউল করিম, সাবেক জেলা সভাপতি শাফিউল ইসলাম স্বপন, হাফেজ আল আমিন হোসাইন প্রমুখ।