ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৬ অক্টোবর ২০২৩ ০৫:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নবগ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সারুটিয়া ইউনিয়নের নবগ্রামের কিরান মন্ডলের সাথে আব্দুল মান্নানের সমর্থকদের জমি নিয়ে বিরোধ চলছিলো। কিরান মন্ডলের জমির উপর দিয়ে মান্নানের লোকজন চলাচল করে। এতে বাঁধা দেয় কিরান মন্ডল। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। আহত হয় উভয় পক্ষের অন্তত ১৫ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।