ঢাকা, মঙ্গলবার ১৪ মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১

শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থী দুলালের ঔদ্ধত্ব্যপুর্ন বক্তব্যে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া

ঝিনাইদহ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৪:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ-১ শৈলকুপা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই শৈলকুপার ভোটারদের মোহ ভঙ্গ হতে শুরু হয়েছে। সাদা চামড়া আর রাজকীয় পোশোকের নিচে লুকিয়ে থাকা অহংকার ও গৌরব বের হতে শুরু হয়েছে। ইতিমেধ্য ঔদ্ধত্যপুর্ন বক্তব্য ও শৈলকুপাবাসির হৃদস্পন্দন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাই এমপিকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী দুলালের নেতিবাচক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভোট নিয়ে শুধু তিনি বিরূপ মন্তব্য করেই ক্ষ্যান্ত হননি ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। এবার তিনি ভোটারদের প্রচ্ছন্ন হুমকী দিয়ে “আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই না বলেও ওদ্ধত্য দেখান। ক’দিন আগে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ধাওড়া বাজারে এক নির্বাচনী সভায় হুমকী দিয়ে বলেন, “শৈলকুপায় শান্তি চাইলে আপনাদের ভোট দিয়ে নেতা নির্বাচিত করেই বসবাস করতে হবে। নইলে বসবাস করতে পারবেন না। এ সব চিটার বাটপার নেতাদের কথা শুনলে আপনাদের বিপদ”। বর্ষিয়ান নেতা আব্দুল হাই এমপিকে ইঙ্গিত করে দুলাল বলেন, “আবার যদি তিনি নেতা নির্বাচিত হন, তাহলে ভোটের পর আপনাদের টাকা ফেরৎ দিতে হবে”। তিনি অহংকার করে ভোটারদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই না, ভিক্ষা যে দিবেন তার ভোট আমার দরকার নেই। আপনাদের মঙ্গলের জন্যই আমাকে ভোট দিবেন। আমি ভোট ভিক্ষা নিয়ে এমপি হবো না, বড়লোক হবো না, মেরে খাবো না”। যদি কোন দিন ভোট ভিক্ষা করতে হয় সেদিন আমি ভোট করবো না। আমি আপনার কাছে কিসের ভিক্ষা চাইবো ? “আপনি যদি ভোট দিবেন, তাহলে আপনি আমার কাছে কাজের জন্য যাবেন। আমি কাজ করে দিব। কাজ না করে দিলে আপনি সে দিন বলবেন। এর আগে আমি আপনাদের কাছে কোন ভোট ভিক্ষা চাইবো না। যিনি ভোট ভিক্ষা চাইছেন তাকে আবার ভোট দিয়ে ৫ বছর অশান্তিতে থাকবেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ^াসের এই অহংকারমুলক বক্তব্যে শৈলকুপায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আরজান আলী নামে এক বৃদ্ধ ভোটার জানান, ভোটের মাঠে নেমে এমন ঔদ্ধত্যপুর্ন আচরণ জীবনে কখনও দেখিনি। তিনি আক্ষেপ করে বলেন, এমপি না হয়েই যদি তিনি এমন করেন, তবে জনপ্রতিনিধি হয়ে কি আচরণ করবেন।