ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শ্রম অসন্তোষ নিরসনে শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে আজমত উল্লা খানের বৈঠক

মোঃ রেজাউল করিম মজুমদার, গাজীপুর : | প্রকাশের সময় : শুক্রবার ৩ নভেম্বর ২০২৩ ০৯:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
গাজীপুরে বিভিন্ন শিল্প অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান এবং মালিকদের উদ্দেশ্যে বলেছেন কারখানা বন্ধ করে  সমাধান না দিয়ে কারখানা খোলা রাখার আহ্বান। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ্যাডভোকেট  আজমত উল্লাহ খান। ২ নভেম্বর ২০২৩ ইং তারিখে দুপুর ১২ঃ০০ ঘটিকায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শাহজালাল ব্যাংকের সামনে গাজীপুরস্থ ৩২ টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বিভিন্ন কারখানার  শ্রমিকদের সাথে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় বিষয়ক সভা  অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এক নং যুগ্ম আহ্বায়ক জনাব কবির আহমেদ মন্ডল, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সাধারণ সম্পাদক এম এ সালাম পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব আজমত উল্লা খান, উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আতাউল্লাহ মন্ডল সাবেক সহ-সভাপতি জনাব আলহাজ্ব আফজাল হোসেন সরকার রিপন, বাসন থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর আব্দুল বারী, শ্রমিক লীগের আহ্বায়ক জনাব আঃ মজিদ বি এস সি বাসন থানা শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রহিম সিরাজী, শ্রমিক নেতা তমিজ উদ্দিন তনু, মোবারক খান, শফিউল আলম, শাজাহান সিরাজ, রেবেকা, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, ফরিদা, ইয়াকুব আলী, হামিদ সরকার, লতা পারভীন, লিটন সরকার, লুৎফর রহমান, আবুল হোসেন জুয়েল, দেলোয়ার সরকার, আনোয়ার হোসেন,আবুল কাশেম, ইমান আলী, মনজুরুল ইসলাম মঞ্জু, বাদশা মিয়া, আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আজমত উল্লা খান বলেন সম্প্রীতিক গাজীপুরে কালিয়াকৈরে কোনাবাড়ি এলাকায় বিভিন্ন গার্মেন্টস কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে যে আন্দোলন শুরু করেছে তা ইতিমধ্যে গাজীপুরের বিভিন্ন অঞ্চলে কারখানা গুলোতে ছড়িয়ে পড়েছে তা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলের ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। প্রিয় শ্রমিক ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে লক্ষ্যে করেছেন যে গার্মেন্টস শ্রমিক সংগঠন সমুহ ঐক্য বদ্ব ভাবে নিম্নতম মজুরি বোর্ডের নিকট ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছেন এ নিয়ে আলাপ আলোচনা চলছে  গত পহেলা নভেম্বর মজুরী বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে গার্মেন্টস শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ৭টি বিষয়ে পরিবর্তে ৫টি বিষয় উভয় পক্ষই সম্মতি গ্রহণ করেছেন। আশা করা হচ্ছে মজুরি বোর্ড শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে একটি গ্রহণযোগ্য মজুরি ঘোষণা করবেন এইরকম সময়ে শ্রমিকরা কারখানা কাজ বন্ধ রেখে অঘোষিত আন্দোলন এবং ভাঙচুর করলে মজুরিবৃদ্ধির আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে অঘোষিত এবং অনাকাঙ্ক্ষিত শ্রমিক আন্দোলনে যে সকল শ্রমিক ভাই ও বোনেরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে এবং নিহত শ্রমিকদের পরিবারকে এক জীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় নেতারা। গার্মেন্টসের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবী যৌক্তিক তবে আন্দোলন নামে ভাঙচুর ও নাশকতা করা যুক্তিক না বলে আন্দোলনের বিপথে পরিচালিত করে এ ব্যাপারে শ্রমিক ভাই বোনেরা সজাগ দৃষ্টি রাখবেন এবং কোনো বহিরাগত শক্তি যেনো পিছনে সম্মিলিত জোগাতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। শ্রমিক আন্দোলন  রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত করা উচিত নয়, কারণ রাজনৈতিক আন্দোলন ক্ষমতা দখলের শ্রমিক আন্দোলন হচ্ছে শ্রমিকের  ন্যায় সঙ্গত দাবি আদায় করার। তাই শ্রমিক আন্দোলন কখনই রাজনৈতিক আন্দোলন সম্পূরক নয়। দায়িত্বশীল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন যেহেতু মজুরি বৃদ্ধির বিষয়টি চলমান প্রক্রিয়া এবং শ্রমিক মালিক উভয় পক্ষই মজুরি প্রস্তাবনা দিয়েছে। এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি সেহেতু আমরা আশা করি বর্তমান বাজারের সাথে সঙ্গতি রেখে একটি সম্মানজনক মজুরি ঘোষণা মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরী পাবে। সভাপতির বক্তব্যে গাজীপুর মহানগর শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও এক নং যুগ্ব আহবায়ক জনাব কবির আহমেদ মন্ডল বলেন, বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের সাথে মতবিনিময় করিয়েছি এবং শ্রমিক ভাই বোনদেরকে আন্দোলন থেকে সরে গিয়ে কারখানায় উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। 
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শফিউ আলম বলেন, মজুরী বৃদ্ধির পরে ঘর ভাড়া বৃদ্ধি করা চলবে না সিটি কর্পোরেশন এবং বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে রেশনিং এর ব্যবস্থা চালু করা সহ ডরমেটরি নির্মাণ করার দাবি জানান তিনি।