গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অসংক্রামক রোগ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কনসালটিং ফার্ম প্লে ডক্টর, ঢাকার সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা সিভিল সার্জন কার্যালয় ও এর কর্মকর্তাদের সহযোগিতায় ওয়ার্কশপটি বাস্তবায়িত হয়।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী, সরকারি, বেসরকারী এনজিও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:প্রণয় ভুষন দাসের সভাপতিত্বে আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার( আরএমও) ডা: হাসিবুল আসিফ তানিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন প্রমুখ।
কর্মশালায় বক্তারা ক্রুটিপূর্ণ খাদ্যাভাস, ভেজাল খাদ্যদ্রব্য অতিরিক্ত তেল/চিনি জাতীয় খাবার পরিহার করে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
সুস্থ্য সবল জাতি গঠনে ভেজাল খাদ্য পরিহার করে নিরাপদ খাদ্য গ্রহণ ও নিরাপদ খাদ্য গ্রহণের পথকে সহজলভ্য করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয় এ কর্মশালায়