ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১
ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয়টাকা লাগবে

শ্রীপুরে দুর্বৃত্তের হামলার শিকার সাংবাদিক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৫ নভেম্বর ২০২৩ ০৭:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর
দুর্বৃত্তের হামলার শিকার সাংবাদিক রাতুল মন্ডল

গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন আজকের পত্রিকার শ্রীপুর প্রতিনিধি রাতুল মন্ডল। আজ রোববার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত রাতুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 


এ ঘটনায় রাতুল মন্ডল বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 


থানায় দাখিল করা অভিযোগে বলা হয়েছে, রোববার বেলা ১১টার দিকে এমসিবাজার এলাকার জাবের-জোবায়ের স্পিনিং মিলের উত্তর পাশে এক যুবককে কে বা কারা আটক করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে যাই। যুবককে আটকের বিষয়ে তথ্য সংগ্রহের সময় আসামিরা এসে আমার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। আমি নিজেকে একজন সংবাদকর্মী পরিচয় দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং উচ্চস্বরে বলে ‘ওই শালা তুই সাংবাদিক, তোরে মেরে ফেললে কয়টাকা লাগবে।’ এই বলে আসামিরা আমার ওপর হামলে পড়ে। 

পরে বিবাদীরা গালিগালাজ শুরু করে আমাকে এলোপাতাড়ি মারধর করে টেনে হিঁচড়ে এক আসামির অফিসে নিয়ে যায়। সেখানে পুনরায় মারধর করে। আমি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অসুস্থ এবং অপারেশনের রোগী, একথা বলার পরও আসামিরা আমাকে বেধড়ক মারধর করে। এ সয় আসামিরা নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোন, পত্রিকার পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তারা আমার গলায় চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। 

অভিযোগে আরও বলা হয়, এ সময় আমার ডাক চিৎকার শুনে আশপাশের লোক জন এগিয়ে আসলে আসামিরা সুযোগ মত পাইলে খুন করিয়া লাশ গুম করে ফেলবে হুমকি দেয়।

এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. সানোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।