ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

শ্রীপুরে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণিসম্পদ প্রদর্শনী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, | প্রকাশের সময় : শনিবার ৪ মার্চ ২০২৩ ১০:১০:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের শ্রীপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ( ৪ মার্চ) শনিবার দিনব্যাপী শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪০টি স্টলে চলে প্রাণি প্রদর্শন। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল যৌথভাবে এ প্রদর্শন আয়োজন করে। উপজেলার বিভিন্ন খামার মালিক বিভিন্ন স্টলে নিজ খামারে আকর্ষনিয় প্রাণি প্রদর্শন করে।

জানাযায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে প্রাণি প্রদর্শনীতে উপজেলা ৪০জন খামার মালিক অংশ নেন। তারা নিজ নিজ খামারের আকর্ষনিয় দুম্বা, ভেড়া, গাড়ল, হাঁস, মুরগী ও গরু, ছাগল, খরগোশসহ বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করেন। প্রাণি প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাজীপুর-৩ আসনের সাংসদ মুহাম্মাদ ইকবাল হোসেন সবুজ এমপি। উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. সামসুল আলম প্রধান, গাজীপুর জেলা ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি আকরাম হোসেন বাদশা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উকিল উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি মো. হুমায়ুন কবির হিমু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ প্রমুখ।