ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

শ্রীপুরে বিএনপি'র জামাতের সমর্থকদের মধ্যরাতে রেল লাইনে কাঠের স্লিপারে আগুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৩ নভেম্বর ২০২৩ ০৩:৫১:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ রেল সড়কে  রেল লাইনের কাঠের স্লিপার আগুন দিয়েছেন দুর্বৃত্তরা।
 
গতকাল রবিবার মধ্যরাতে উপজেলার কাওরাইদ এলাকার গোলারঘাট রেল  ব্রিজে পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানান, রাত বারোটার দিকে বিএনপি ও জামাতের লোকেরা রেল লাইনের কাঠের  স্লিপারের আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ মিয়া জানান, আমি কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে মেঠোফোনে যোগাযোগ করেছি, তিনি জানান গোলাঘাট এলাকায় রেলের  কাঠের স্লিপার এ আগুন দিয়েছে আমি শুনেছি কিন্তু কে বা কার আগুন দিয়েছে বা আগুন নিভিয়েছে তাহা আমার কাছে কোন তথ্য নেই, স্থানীয়রা আমাকে জানিয়েছে বিএনপি জামাতের সমর্থক লোকেরা আগুন দিয়েছে।