ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১
রোদ আর হিমেল বাতাসে দোল খাচ্ছে

শ্রীপুরে মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ

শ্রীপুর (গাজীপুর )প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ১৫ এপ্রিল ২০২৩ ০১:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর


গাজীপুরের শ্রীপুরে উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে সোনালী ধানের সমারোহ। রোদ আর হিমেল বাতাসে ফসলের মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন ধানের শীষ।

এখন দিগন্ত জোড়া ফসলের মাঠ সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ ধারন করার অপেক্ষা আর মাত্র ক’দিনের মধ্যেই কৃষকেরা তাদের ধান কেটে ফসল ঘরে তুলার উপযোগী হবে। তাই এবার কৃষকরা বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন।

এদিকে ধান কাটার আগমুহূর্তে ধানের শীষ পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছেন এ বছর উপজেলায় ১২ হাজার ১০০ শ ‘৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ সম্ভাব্য ধরা হয়েছে। এছাড়া কৃষি অফিস থেকে ৩ হাজার ২ শ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও সার, কীটনাশক সহায়তা ও সুবিধা, পরামর্শ কৃষকদের দেয়া হয়েছে।

উপজেলার ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের ফসলের মাঠে বোরো ধানের শীষ দোল খাচ্ছে। এবছর নতুন জাতের ধান ব্রি-৮৯, ব্রি৯২, উফসি২৯ জাতের ধান রোপন করা হয়েছে। এছাড়াও ব্রি-২৮,২৯ জাতের ধান কৃষকের মাঠে দোল খাচ্ছে।

তেলিহাটি ইউনিয়নের দক্ষিণ মুলাইদ গ্রামের সামাদ জানান, আমাদের মাঠে সব ধান ফুলে ঝারা দিয়েছে, আর মাত্র ক,দিন পরেই মাঠের অধিকাংশ ধান পাকতে শুরু করবে। এই ধানের শীষ দেখে মনে হয় এবার ফসলের বাম্পার ফলন হবে।

গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের আবুল হোসেন বলেন, আমাদের মাঠে প্রচুর পরিমাণ ধান চাষ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবছর বড় বড় ধানের শীষ দেখা যায়। প্রাকৃতিক দুর্যোগে সমস্যা না হলে এবছর আশা করছি বাম্পার ফলন হবে।

শ্রীপুর পৌরসভার  কেওয়া ৬ নং ওয়ার্ড আমিনুল নামে আরেক কৃষক জানান, আমি ১০ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। অন্যান্য বছরের তুলনায় এবার প্রত্যেকটি খেতে আমার প্রচুর ধানের শীষ দেখা যাচ্ছে। এবছর বাম্পার ফলনের আশা করছি আমরা।

মাওনা ইউনিয়নের বদনি ভাঙ্গা আলী হোসেন জানান, আমার ধান অনেক ভাল হয়েছে। কিন্তু আসছে সামনে কালবৈশাখী ঝড় এই ঝরে যদি কোন ক্ষতি না হয় তাহলে আমি বিঘাপ্রতি ৩০ হতে ৩৫ মন ধান পওয়ার আশা করছি।

এছাড়া সরোজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বরমী,  কাওরাইদ, গোসিংগা, প্রহেলাদপুর, বারোতোপা, রাজাবাড়ি খোজেখানি লোহাগাছ বরমা টেপিরবাড়িসহ। উপজেলার সব এলাকায় মাঠ গুলোতে একি চিত্র। বোরো ধানের আবাদ হচ্ছে এবং আর ক’দিন পরেই কৃষক ধান কাটবে এবং বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা ।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি এবছর লক্ষ্যমাত্রা অর্জিত ফসল উৎপাদন হবে। উপজেলার ১২ হাজর ১০০ শ ৭০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

এবছর বড় ধরনের ঝড়, বৃষ্টি অথবা শিলাবৃষ্টি না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এছাড়া কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। কাজেই কৃষক সঠিক সময় ফসল কেটে ঘরে তুলতে পারবেন বলে আশা করছি।