গাজীপুরে শ্রীপুরে নারীদের উচ্চতর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার শুভ উদ্বোধন ও ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল চারটায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন সম্পন্ন হয়েছে।
প্রতিষ্ঠাতা পরিচালক এস এম জহিরুল ইসলাম এর সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম এর সভাপতিত্বে উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ হাদিকুল ইসলাম।
ইসলামী মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন, নূরুল হুদা হাফিজিয়া মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষা সচিব মুফতি আব্দুর রাকিব রাহমানী, মাদরাসাতুল হিকমাহ এর মুহতামিম মাওলানা ইসহাক মাহমুদ কামালপুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন,আলেম ওলামা,এলাকার ধর্মপ্রাণ মুসলমান, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল।