ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ১০ এপ্রিল ২০২৩ ০৬:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর


গাজীপুরের শ্রীপুরে সড়কের গর্তে পরে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুর রশিদ (৬০) নামে এক গ্রাম পুলিশ সদস্য নিহত হয়েছেন।

আজ সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ধামলই-শ্রীপুর সড়কের বেকাসাহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের ইউনূস আলীর ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।


শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম জানান, স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে শ্রীপুর উপজেলা সদরে যাচ্ছিল আব্দুর রশিদ। ধামলই-শ্রীপুর সড়কের বেকাসাহরায় পৌঁছালে সড়কের গর্তে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুর রশীদ।