বুধবার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশনে সংবিধান সংস্কারে প্রস্তাব দিবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দলটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন টিটু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
দলটির মহাসচিব শেখ রেহান আফজাল (রাহবার) দৈনিক বায়ান্নকে বলেন, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে গিয়ে সংবিধান সংস্কারে আমাদের দলীয় প্রস্তাব জমা দিবো ।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকার সংবিধান সংস্কারে অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে কমিশন গঠন করেন । এই কমিশনে ইতোমধ্যে বিএনপি, জাতীয় পাটি, গণ অধিকার পরিষদসহ বেশ কিছু রাজনৈতিক দল তাদের প্রস্তাব জমা দিয়েছেন।
বায়ান্ন/পিএ