ঢাকা, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন ১৪৩১
চাঁদপুরে বিএনপির মহাসমাবেশ

সংস্কারের নামে গড়িমসি নয়, নির্দিষ্ট তারিখে নির্বাচন দিন: আব্দুল আউয়াল মিন্টু

মিজান লিটন, চাঁদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৩৫:০০ পূর্বাহ্ন | জাতীয়

চাঁদপুরে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, "সংস্কারের নামে গড়িমসি নয়, দ্রুত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।" তিনি আরও বলেন, "জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা রাজপথে আছি, থাকবো।"

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।received_1852787295259255

মিন্টু বলেন, "আমরা এই সরকারকে সমর্থন দিয়েছিলাম, এখনো দিচ্ছি। কিন্তু সরকারের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলার অবনতি দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা।"

তিনি আরও বলেন, "গত ১৭ বছর আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য আন্দোলন করেছি। বিএনপি চায়, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচালিত হোক। কিন্তু সরকার যদি সংস্কারের নামে কৌশলে সময়ক্ষেপণ করে, তাহলে জনগণ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করবে।"

জনসমাবেশে বিএনপির এই শীর্ষ নেতা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন একটি ষড়যন্ত্র মাত্র। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। যদি জনগণ চায়, তাহলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে।"

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (কুমিল্লা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, এলডিপি কেন্দ্রীয় নেতা আবু তাহের, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

সমাবেশের সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি ও অ্যাডভোকেট হারুনুর রশীদ। এছাড়া বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সমাবেশস্থলে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর এমন একটি বিশাল জনসমাবেশ হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সমাবেশের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।

বায়ান্ন/আরএস