ঢাকা, সোমবার ১৩ মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

সফলভাবে ভারত সফর শেষে দেশে ফিরলেন ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমি

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ ০৭:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

সফলভাবে ভারত সফর শেষে দেশে ফিরলেন ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমি সদস্যরা। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গত ১৯ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন চারটি নাট্য উৎসবে যোগদান শেষে রোববার দেশে ফিরেছে ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমির সকল সদস্যরা। গত ২৯ ডিসেম্বর কৃষ্ণনগর জীবনের ঐক্যতান এর আয়োজনে নাট্য স¤্রাজ্ঞী বিনোদিনী আন্তর্জাতিক নাট্য উৎসবে অংকুর ঝিনাইদহের নাটক “রসভঙ্গ” সফলভাবে মঞ্চায়ন করা হয়। নাটকটির দলনেতা ছিলেন জয়নাল আবেদীন। নাটক “রসভঙ্গ” ইন্দ্রনাথ বন্ধ্যোপাধ্যায়ের রচনায় ও মোঃ নাজিম উদ্দীন জুলিয়াসের দিক নির্দেশনায় অভিনেতা ও অভিনেত্রীর অভীনয় করেন খাদিজাতুল ইসলাম রোজ, খসরুজ্জামান বাবু, ওহিদুজ্জামান অনিক, মোঃরাশেদ, কে.এম.আবদুল্লাহ্ আল মামুন তনু, মীর আব্দুল মান্নান(মিউজিক ও লাইট), সালিমা খানম(রুপসজ্জা), মো: হাফিজুর রহমান(কর্মকর্তা)। অংকুর ঝিনাইদহের নাটক “রসভঙ্গ” সফলভাবে মঞ্চায়ন করা হয়।