ঢাকা, বুধবার ৮ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

সমন্বয়কদের উদ্দেশে দেয়ালে লেখা, ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ৭ জানুয়ারী ২০২৫ ০৪:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা সমন্বয়কের বাড়ির আশপাশের দেয়ালে বিভিন্ন লেখা লিখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম পারভেজের বাড়ি লক্ষ্মীপুর সদরের টুমচরের শিমুলতলী এলাকায় গভীর রাতে এসব লেখা হয়েছে। সোমবার রাত থেকে দেয়ালে এসব লেখা দেখা যায়।

স্থানীয় বিভিন্ন দেয়ালে লেখা হয়েছে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে’, ‘মুক্তির ডাক ৭১, মুজিববাদ’, ‘শেখ হাসিনা আবার আসবে’—এ ধরনের বিভিন্ন লেখা রয়েছে।

ছাত্র প্রতিনিধি পারভেজ বলেন, দুদিন আগে রাতের আঁধারে আমাদের এলাকাজুড়ে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন দেয়ালে নানা কিছু লিখেছে। এর মধ্যে এক জায়গায় আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা শঙ্কায় রয়েছি।  

এদিকে লক্ষ্মীপুরের সমন্বয়ক এনামুল হক বলেন, ‘কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের বেশির ভাগ সমন্বয়কের বাড়ির আশপাশে এ ধরনের বিভিন্ন লেখা লিখে হুমকি দেওয়া হয়েছে। সোমবার রাত থেকে এসব লেখা দেখা যাচ্ছে। এসবের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে। এটি খতিয়ে দেখতে পোশাকে ও সাদা পোশাকে একাধিক টিম মাঠে কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমন্বয়কদের নিরাপত্তায় কাজ করছে পুলিশ।