ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

সাংবাদিক নিপীড়নের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ ১১:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর
 
রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সোচ্চার ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক সমাজ। ঘটনায় দায়ীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবীতে বিক্ষোভ মিছিল-প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন।
 
 
বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাব অঙ্গনে সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, খ. আ.ম. রশিদুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল-আমীন শাহীন, সাংবাদিক  ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়।
 
 
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম. কাউসার এমরান, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, পাঠাগার সম্পাদক এইচ.এম. সিরাজ, সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেসক্লাবের  সাংবাদিক ইউনিয়ন যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,অর্থ সম্পাদক আজিজুল আলম সঞ্চয়, কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান, সিনিয়র সাংবাদিক আশিকুল ইসলাম, শিহাব উদ্দিন বিপুসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকগণ।