ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে ছাই দুই মাইক্রোবাস

জোবাইর বিন জিহাদী, সাতকানিয়া (চট্টগ্রাম) : | প্রকাশের সময় : শনিবার ১৬ মার্চ ২০২৪ ০৭:৪৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
চট্টগ্রামের সাতকানিয়ায় মধ্যরাতের আগুনে পুড়ে ছাই হলো দাঁড়িয়ে থাকা দুইটি মাইক্রোবাস।যার একটি নোহা অপরটি বোমান শো মডেলের হাইস।
 
শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় সাতকানিয়ার ডলুব্রীজের পশ্চিমে পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।পুড়ে যাওয়া মাইক্রোবাস দুইটি ইলিয়াছ সওদাগরের মালিকানাধীন গ্যারেজে পার্কিং করা ছিল।
 
জানা যায়, মধ্যরাত আনুমানিক দেড়টার সময় ডলুব্রীজের পশ্চিমে একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা দুইটি মাইক্রোবাসে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে।এসময় আগুনে মাইক্রোবাস দুইটির গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে উপরের দিকে উঠে যায়।পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় গাড়ি দুইটি।এদিকে মধ্যরাতের ঘটনা হওয়ায় ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিরা আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারেনি।তবে স্থানীয়দের কেউ কেউ গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করেন।
 
স্থানীয় বাসিন্দা মুহসিন বিন রফিক জানান, আগুন লেগে মাইক্রোবাস দুইটি পুড়ে ছাই হয়ে গেছে।এর আগেও একই জায়গায় আরও একবার আগুনে গাড়ি পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।
 
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল কবির জানান, ঐটা রাতের ঘটনা আমরা কিছু জানি না।শুনার পরে আমরা গিয়ে আগুন নিভানোর পর চলে আসছি।মাইক্রোবাস দুইটি পুড়ে ছাই হয়ে গেছে।ঐখানে বাড়িঘর কিছু নেই,শুধু মাইক্রোবাস দুইটি থাকে।
 
সাতকানিয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা আগুন লাগার বিষয়ে সত্যতা নিশ্চিত করলেও আগুনের সূত্রপাত অজ্ঞাত রয়েছে বলে জানান।